সী-ফেসিং হতে হবে, সমুদ্র থেকে বড়জোড় দু'শো মিটার।
মোজায়েক মেঝে, হালকা সবুজ রঙের গ্রিল (রঙের ব্যাপারটায় একটু ফ্লেক্সিবল থাকব)৷
একটা ইজিচেয়ার, দু'টো মোড়া আর ছোট টেবিল পাতার জায়গা থাকতে হবে৷ আর যদি একটা মিডিয়াম সাইজের ক্যারমবোর্ড পাতার জায়গা থাকে, তবে তো তোফা (এ'টা হলে ভালো, না হলে দুনিয়া রসাতলে যাবে না)।
সামনের ফুটপাথে কোনও চা-ডিমভাজার দোকান থাকলে সবিশেষ আপত্তি নেই। ও ব্যাপারটা অনেকটা গেরস্তের উঠোনে তুলসীমঞ্চের মত৷ সন্ধের দিকে ও'দিকে ঢুঁ মারলে সামান্য পুণ্য সঞ্চয়ের সম্ভাবনা৷
ইয়ে।
মাসেমাসে নগদ লেনদেনের ব্যাপারটা বাদ রাখব ভাবছি। ব্যালকনির মালিক বা মালকিনের ছেলেমেয়েদের টিউশনি পড়িয়ে, গায়ে-গতরে খেটে; ভাড়ার ব্যাপারটা মিটিয়ে দেব৷
খোঁজ থাকলে জানাবেন৷
ধন্যবাদ।
No comments:
Post a Comment