- আলেক্সা, শহরের হাল হকিকত কী বুঝছ?
- আর বলো কেন ভায়া! শনির দৃষ্টি এক্কেবারে৷ বাতাসে-মাটিতে-খানাখন্দে মারাত্মক গোলমালের সম্ভাবনা৷ কতজনের যে ঘটিবাটি চাঁটি হবে। হাঁটুজল আর জলের অভাব; কোনোটাই বাদ থাকবে বলে মনে হচ্ছে না। এ'বেলা পরিস্থিতি না পাল্টালে সবার গলা-বুক জ্বালা, অসময়ে ঘামাচি, ডালে নুনের অভাব৷ এক্কবারে ক্যালামিটি।
- বলো কী! আমি তো দেখছি দিব্যি চারদিক। বৃষ্টি থেমেছে, ফুরফুরে হাওয়া৷ উৎসবের মেজাজ, সেনসেক্স সাঁইসাঁই। টোটাল সেলিব্রেশন-মোড তো৷ তোমার খালি সবকিছুতেই ঘ্যানরঘ্যানর..।
- শুধু কেঠো ব্যাপারগুলোই দেখলে ব্রাদার? ফিউচারে গ্যামাক্সিন পড়ছে সে'ব্যাপারটা নোটিস করবে না? ঘণ্টা চারেক প্রেমিকার মেসেজ না পেয়ে এক ব্যাটাচ্ছেলে হন্যে হয়ে পথে পথে ঘুরছে! চারপাশটা তার কাছে আবছা। সে বেচারির দীর্ঘশ্বাস থেকে শহর নিজেকে বাঁচাতে পারবে ভেবেছ? তুমি চোখের ঠুলি ঠেলে দেখছ ইট ইজ দ্য বেস্ট অফ টাইমস। জেনে রাখো ব্রাদার, প্রেমেট্রেমের দিব্যি; এ'টা ওয়ার্স্ট অফ টাইমসও বটে।
No comments:
Post a Comment