আমার ধারণা প্রতি ম্যাচের আগে ব্যাপারটা ঠিক এইরকম দাঁড়ায়।
নীতিশ রানা: রাসেলদাদা, বলছিলাম যে, পরের ম্যাচে..।
রাসেল (আচমকা গম্ভীর, চোয়াল শক্ত ইত্যাদি): কী..।
রাসেল: কী..?
নীতিশ রানা: আমি? না৷ আমি কিচ্ছু বলিনি৷ ভেঙ্কি স্যার বলছিলেন আর কী।
রাসেল: কী!
নীতিশ রানা: এই তোমার বড্ড খাটাখাটনি যাচ্ছে৷ এই প্রতি ম্যাচ দু'চার বল অমন ঘাম ঝরিয়ে খেলা..।
রাসেল (এ'বার নীতিশের কাঁধে হাত রেখে, সুর নরম করে) : কী?
নীতিশ রানা: ভ..ভেঙ্কি পিসেমশাই বলছিলেন পরের রাসেলে ম্যাচকে বিশ্রাম দিতে। না..মানে..পরের ভেঙ্কিতে বিশ্রামকে রাসেল দিতে। সরি..। মানে..বিশ্রাম বলছিলেন...।
রাসেল (নীতিশকে আলতো করে কাছে টেনে): বিশ্রাম?
নীতিশ: কার বিশ্রাম?
রাসেল: তুমি বলো।
নীতিশ: আমার বিশ্রাম দরকার। খুব দরকার।
রাসেল: তোমার বিশ্রাম দরকার?
নীতিশ: হ্যাঁ। কাঁ..কাঁধটা কেমন টনটন করছে..।
রাসেল: তুমি কী বলতে এসেছিলে?
নীতিশ: আমি? আমি বলতে এসেছিলাম৷ আমার বিশ্রাম দরকার।
রাসেল: আচ্ছা৷
***
(আইপিএল ২০২৩ আর কেকেআর ফ্যানের ব্যথা)
No comments:
Post a Comment