শ্বেতার পাল্লায় পড়ে আমায় মাঝেমধ্যেই ফুলের দোকানে যেতে হয়৷ আমার ফুল চেনার দৌড় অবশ্য ওই কুমড়ো ফুল আর ফুলকপি পর্যন্ত৷ কিন্তু ফুলবিক্রেতা দাদা-দিদিদের সঙ্গে শ্বেতার আলাপচারিতা শুনতে বেশ লাগে৷ ফুল ব্যবসার টানাপোড়েন, দরদাম; আরও কত কী৷ দিনকয়েকের মধ্যেই দোস্তি জমে যায়৷ ফুলটুল অ্যাপ্রিশিয়েট না করতে পারি, রাস্তায় গজিয়ে ওঠা দিলদরিয়া আড্ডাদেরকে দিব্যি চিনতে পারি।
বলাই বাহুল্য; বম্বেতে এসে শ্বেতার ফুল-আড্ডা আর আমার ফুল-টিউশনি থেমে যায়নি৷
No comments:
Post a Comment