Saturday, November 25, 2023

ঘ্যানঘ্যানিস্টস



ঘ্যানঘ্যান করতে পারার মত হাইকোয়ালিটি তৃপ্তি খুব কম ব্যাপারেই আছে৷

পুজো আসছে মনে হলেই ঘ্যানঘ্যান করব "আহা! ছেলেবেলার পুজোর সে ফ্যান্টাস্টিক আমেজ আর কি আছে? নেই নেই নেই। সবই ডকে, সবই গোল্লায়"।

ও'দিকে পুজো কেটে গেলেই ঘ্যানঘ্যান করব, "ধেচ্ছাইছাতারমাথাভাল্লাগেনাকাঁচকলা৷ টুক করে এসে ফুস্ করে হাওয়া! সামনের বছর মহালয়াটা কত তারিখে পড়েছে"?

আমি শরতের আকাশ দেখে ঘ্যানঘ্যান করব "বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব"৷

কিন্তু অন্য কেউ শরতের নীল আকাশ সাদা মেঘ দেখে সামান্য উদাসটুদাস হলেই তাকে নেকুপাহাড় বলে রামঘ্যানঘ্যান করে তার গুষ্টির পিণ্ডি চটকাবো।

ঘ্যানঘ্যানানি না থাকলে সাহিত্য-সিনেমা-আলুকাবলি কিছুই থাকত না বোধ হয়৷

No comments: