- কিছু মনে করবেন না..আপনি গোয়েন্দা?
- আজ্ঞে?
- আপনি গোয়েন্দা?
- সে রামায়ণ শুনে আমি কী করব বলুন তো?
- তা ঠিক৷ আমার চাকরীটা এত আলুনি৷ কিন্তু আপনি মানুষটা কিন্তু বেশ ইন্টারেস্টিং৷ কেমন দুম করে ছুটির দুপুরে নিরিবিলি বাসস্টপে দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞেস করে বসলেন সে গোয়েন্দা কিনা৷ মারাত্মক ব্যাপার।
- আপনার চাউনিতে একটা তীক্ষ্ণ ব্যাপার ছিল মনে হল৷ তার ওপর ইয়া লম্বা হাইট। ছিপছিপে চেহারা। ডান হাতে রিস্টওয়াচ। টুক করে মনে হল, আপনি হয়ত গোয়েন্দা।
- ডান হাতে রিস্টওয়াচে গোয়েন্দা?
- ও আপনি বুঝবেন না।
- তা, এ'রকম অদ্ভুত জিনিসপত্র কি মাঝেমধ্যেই আপনার মনের মধ্যে ঘুরপাক খায়?
- আমার প্রফেশনটাই সে'রকম কিনা।
- কী'রকম?
- আমি সিনেমার গল্প লিখি।
- আরিব্বাস। তবে, আমি বলেছিলাম না আপনি মানুষটা ভারি জম্পেশ। যাকগে, আলাপট সেরে নিই৷ আমি অভিষেক দত্ত। আপনি?
- মুকুল রায়৷
- কতগুলো সিনেমা লিখেছেন আজ পর্যন্ত?
- মিনিমাম সত্তরটা।
- বলেন কী! আপনি তো মশাই ইন্ডাস্ট্রি।
- নিজের মুখে নিজের ব্যাপারে বেশি কিছু বলা উচিৎ হবে না।
- কতগুলো হিট হয়েছে? দু'চারটে নাম ছাড়ুন না মশাই। সিউডোনেমে লেখেনটেখেন না তো?
- সিনেমার গল্প লিখেছি খান সত্তর। রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, পাঁচমেশালি স্বাদের..কিছুই বাদ যায়নি৷ কিন্তু ইয়ে, এখনও একটাও বিক্রি হয়নি।
- ওহ্। কিছু যদি মনে না করেন, একটা কথা বলি।
- কী?
- আমাদের অফিসে একটা ক্লার্কের পোজিশন খালি আছে৷ বড়সাহেবের সঙ্গে আমার একটা ভালো ইয়ে আছে। আমি যদি রেকোমেন্ড করি..।
- থামুন মশাই৷ আমি ক্রিয়েটিভ জগতের মানুষ, ও'সব চাকরিবাকরি থেকে শতহস্ত দূরে।
- তা, আপনি কি কোনও কারণে গোয়েন্দার খোঁজ করছেন মুকুলবাবু?
- একটা গোয়েন্দা গল্প না লিখলেই নয় এ'বার৷ কিন্তু ও'টাই আবার আমার একটু উইকস্পট বুঝলেন৷ দিস্তে দিস্তে ডিটেকটিভ নভেল পড়েও কিছু হচ্ছে না, এগোতে পারছি না৷ তাই একটা হাতেগরম কোনও ডিটেকটিভ পাকড়াও করতে পারলে তার লেজুড় হয়ে না হয়..।
- ওহ, আই সী।
- একটা আসল গোয়েন্দার তোপসে বা অজিত হয়ে ক'দিন ঘুরঘুর করতে পারলে একটা মারকাটারি গোয়েন্দা গল্পের প্লট নামানো যাবে৷ আর মার্কেটের যা অবস্থা, ও জিনিস একটু ওপর-নীচ হলেও চলে যাবে। প্রোডিউসাররা লাইন দিয়ে দাঁড়িয়ে, নভেলে গোয়েন্দা শব্দটা বারদশেক থাকলেই সে' গপ্পকে স্যাট করে তুলে নিয়ে সিনেমা বানিয়ে ফেলবেন।
- বটে? মাইরি?
- মার্কেট তো তেমনই বলছে।
- বেশ। অল দ্য বেস্ট৷ ওই আমার বাস আসছে। অল দ্য বেস্ট মুকুলবাবু৷ চোখকান খোলা রাখুন, ডিটেক্টিভ নিশ্চয়ই জুটে যাবে।
- ইয়ে, অভিষেকবাবু। এমন চমৎকার গোয়েন্দাসুলভ চাউনি আপনার৷ একটু ডিটেকটিভগিরির চেষ্টা করে দেখবেন নাকি?
- দেখব?
- আপনি চেষ্টা করলে বড় উপকার হয় আমার। অনেকদিন খুঁজে দেখলাম তো। গোয়েন্দা ব্যাপারটা বেশ সহজলভ্য নয় যা বুঝছি।
- উম..আপনি এমন মাই ডিয়ার ভাবে বলছেন যখন..একটা চেষ্টা করে দেখতে পারি৷ ওই তো, এক হাতে ক্লু, অন্য হাতে ডিডাকশন। তাই না? তবে চাকরিটা ছাড়তে পারব না মশাই। সামনের মাসে প্রমোশনটা হওয়ার হাই চান্স। বারো পার্সেন্ট ইনক্রিমেন্ট।
- ও মা। চাকরি ছাড়বেন কেন? লোকে দিনেরবেলা চাকরি করে সন্ধ্যেবেলা টিউশনি পড়ায় না বুঝি? আপনি গোয়েন্দাগিরি করবেন।
- বেশ। ওই কথাই রইল।
- তা'হলে আপনাদের অফিসের ওই ক্লার্কের পোজিশনটায় ঢুকে যাই? আপনাকে অবজার্ভ করতে সুবিধে হবে।
- আশা করি উচ্চমাধ্যমিকটা পাশ দেওয়া আছে?
- গ্র্যাজুয়েট। বিএ। অনার্স আছে।
- বাহ্। বাসে উঠে আসুন। কথাবার্তা এগিয়ে নেওয়া যাবে।
No comments:
Post a Comment