- খোকা, এই যে। তোমার বাবা কই?
- বাবা, ভিতরের ঘরে। ডেকে দিচ্ছি।
- ডেকে দেবে না হয়। আগে তোমার সঙ্গে একটু আলাপ করে নিই বাবুসোনা। তা বলো দেখি, পুজোয় ক'টা জামা হলো?
- তোমার, আবার কার? কী, ক'টা জামা হলো? কে কে দিলো?
- জামা? শার্ট না টিশার্ট কাকু?
- সব মিলিয়েই বলো না।
- সব মিলিয়ে দেব? শার্ট, টয়গান, ভিডিওগেম, পেস্ট্রি, নিকো পার্কের টিকিট?
- না না, এ কী। জামাকাপড় ক'টা পেলে পুজোয়।
- পুজোর তো এক মাস দেরি। পুজোয় কটা পাবো, সে'টা পুজোর পরে বলতে পারব।
- আরে! আমি বলছি পুজোয় পরার জন্য কে কে জামাপ্যান্ট দিয়েছে।
- কার পরার জন্য?
- ইয়ে, খোকা, আমার দেরী হয়ে যাচ্ছে। তোমার বাবাকে চট করে একটু ডেকে দাও দেখি।
No comments:
Post a Comment