- সিগারেট আছে রে?
- নেই।
- নেই?
- আমার কাছে থাকবেই বা কেন?
- ওহ্।
- তা ধরিনি। তবে কিনা আচমকা মনে হচ্ছে যে আঙুলের ফাঁকে সে জিনিস থাকলে একটা মজবুত ইয়ে তৈরি হত।
- ইয়ে?
- মেজাজ।
- অ। মেজাজ।
- মেজাজটাই তো আসল রাজা।
- তা ঠিক৷ তবে, হঠাৎ এই সিগারেটিস্ট মেজাজের দরকার পড়ল কেন?
- আজ তার চিঠি পেয়েছি। হাতে হাত চালান করেছে৷ তা'তে হুহু নেই, হাউহাউ আছে৷ ঢলে পড়া নেই, কানমলা আছে৷ সে ভারি বুকভাঙা চিঠি। এই গোলমেলে সময়ে একটা শাঁসালো নেশা না বাগানোটা বেআইনি বোধ হয়৷
- ব্যাপারটা সিরিয়াস।
- ব্লাডশেড।
- এই সিচুয়েশন তো তা'লে সিগারেট দিয়ে ম্যানেজ হবে না ব্রাদার। ইউ-বোটের দলকে নিরস্ত করতে জলবেলুন দাগলে চলবে কেন ভায়া চার্চিল?
- তবে? উপায়?
- বিড়ি বাদ দে। বেলজুঁইয়ের নেশা ধর।
No comments:
Post a Comment