Wednesday, December 6, 2023

এজেন্ট বাহাত্তরের টালবাহানা



- হ্যালো। এজেন্ট বাহাত্তর বলছি।

- রিপোর্ট?

- টার্গেট স্পটেড অ্যাট নাইন ও সেভেন।

- গুড।

- টার্গেট লকড অ্যাট নাইন টুয়েন্টি সেভেন।  ওয়ান স্নাইপ অ্যাওয়ে।

- ভেরি গুড। ন'টা বত্রিশে ঢিশুম, তাই তো?

- তেমনটাই তো কথা ছিল।

- কাজ হাসিল হলে, সুটকেস পৌঁছে যাবে যথাস্থানে। 

- সুটকেস? হুম।

- তোমার হুমটা বড্ড সাসপিশাস শোনাচ্ছে এজেন্ট বাহাত্তর।

- ভাবছি আজ ন'টা বত্রিশের ব্যাপারটা তোলা থাক।

- হোয়াট ননসেন্স৷ হঠাৎ এমন দুর্মতি কেন?

- আজ শহরের ওয়েদারটা দেখেছেন? অসময়ের দু'পশলা বৃষ্টিতে এমন বিউটিফুল একটা ইয়ে তৈরি হয়েছে, আহা। প্লাস বাতাসে মারাত্মক মিঠে আমেজ..এর মধ্যে রক্তারক্তির দিকে যেতে মন সরছে না..।

- ভাড়াটে খুনির আবার অত টালবাহানা কীসের হে?

- এক্সকিউজ মি স্যার। এজেন্ট বাহাত্তর বলুন। সার্ভিস প্রোভাইড করছি বলে আপনি আমার মাথা কিনে নেননি।

- আমি তোমায় ওয়ার্নিং দিচ্ছি এজেন্ট, ন'টা বত্রিশের মধ্যে টার্গেট উড়ে না গেলে..উড়ে না গেলে...।

- দেখুন মশাই। টার্গেট বাবাজীবন এই অসময়ের ঝিরিঝিরি বৃষ্টি মাথায় করে এক গাল হাসি নিয়ে, সবজি বাজার করতে বেরিয়েছেন৷ এমন রোম্যান্টিক মানুষকে আজকের দিনে নিকেশ করাটা অ্যান্টি-পোয়েট্রি হবে।

- অ্যাই! আমি তোমায় ওয়ার্নিং দিচ্ছি..হ্যালো..হ্যালো..এই এজেন্ট...তবে রে ব্যাটাচ্ছেলে বাহাত্তর.. তবে রে..এই..যাহ..দিল ফোন কেটে..।

No comments: