Wednesday, December 6, 2023

হেঁসেলপ্রাণ



ভায়া তন্ময়,

নাহ্, মানতে হবে যে মাঝেমধ্যে সত্যিই তুমি চমকে দাও৷  কী'ভাবে যে চট্ করে এমন চমৎকার মুর্গি কষালে; পিঠে দু'টো বাহবা-মূলক চাপড়ানি না দিলেই নয়। 

গবেট হতে পারো, গাম্বাট হতে পারো, কিন্তু মানুষ তো; মানুষ মাত্রই দরদী, আর কোনও দরদীই ফেলনা নয়৷ তাই যতই হাড় জ্বালাও না কেন, মাঝেমধ্যে মনে হয় তোমায় পাশে বসিয়ে তোমার সুখ-দু:খের খবর নিই৷  হাজার পাপের মধ্যে কোথা থেকে কী'ভাবে যেন দু'চার দানা পুণ্য জমিয়ে ফেলেছ, সে'টুকুর মৃদু আঁচ মাঝেমধ্যে তোমার আঙুলে বেয়ে  হাতা-খুন্তি-কড়াইতে এসে পড়ে। এই যেমন আজকের মুর্গিকষা; সে'টার জন্য একটা আল্ট্রা-গদগদ "কী করে পারিস ভাই" তোমার অবশ্যই প্রাপ্য। 

দিনের পর দিন ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলছ, পেঁয়াজ কুচোতে গিয়ে কোদাল চালাচ্ছ, মশলার পরিমাণ এ'দিক ও'দিক করে কেলোর কীর্তি তৈরি করছ; কিন্তু রান্নাঘরের প্রতি তোমার ভালোবাসা কমছে না৷ ওই ঘ্যাঁতা ভালোবাসা দিয়েই তুমি হেঁসেল-দুনিয়ায় একদিন অসাধ্যসাধন করবে; সে'টুকুই আশা৷

No comments: