Wednesday, December 6, 2023

স্বস্তি ও আরামের থালা



মিঠে হাওয়া গায়ে লাগিয়ে ছাতে মাদুর পেতে গল্প করাটা উপমা হিসেবে ব্যবহার করতে চাই৷ আজকাল এই গ্লোবালওয়ার্মিং আর পলিউশনের যুগে শহরের বুকে ছাতে মাদুর পাতায় আর যাই হোক পদ্য নেই৷ কিন্তু একটা সবুজে সবুজ দুনিয়া আর শীতকালের দুপুরের কথা ভাবতে তো ক্ষতি নেই।

গায়ে পাতলা চাদর, সম্ভবত মায়ের। 
পিঠে নরম রোদ্দুর, তা'তে ওম আছে তাপ নেই।
মাদুরে গা এলিয়ে থেবড়ে শুয়ে।
একা অথচ একলা নয়।
পাশের ছাত থেকে রেডিওয় চেনা গান ভেসে আসছে৷ ছাতের এককোণ উজ্জ্বল হয়ে আছে ডালিয়ার অজস্র টবে। তাড়া নেই, মনের মধ্যে তোলপাড় নেই। হাতে অনন্ত সময়, চারপাশে প্রশান্তি। 

সেই যে নিরিবিলি মুহূর্ত,
সেই যে স্বস্তি,
সেই যে আরাম,
তার আমেজ খানিকটা ছিল রোববার দুপুরের মন-বুক ঠাণ্ডা করা খাবারে:

১। গরম ভাত,
২। পেঁয়াজ পোস্ত আর
৩। মামলেট৷

ব্যাস, ও'টুকুই।
ও'তেই পূর্ণেন্দু পত্রীর কথোপকথন , আর ও'তেই পান্নালালের শ্যামাসঙ্গীত।

No comments: