ডিনার সেরে খেলা দেখতে বসেছিলাম৷ নিশ্চিত জেতা ম্যাচ, তারিয়ে তারিয়ে উপভোগ করা ছাড়া আর কিছু করার নেই৷ সমস্যা বলতে ওই হাতের কাছে একটা চানাচুরের বয়াম। ভরা পেট, তাই সে চানাচুরের বয়ামের গায়ে হাত বুলোচ্ছিলাম শুধু।
এমন সময় ম্যাক্সওয়েল বেদম পেটানি শুরু করলে। ক্রমশ ম্যাচ সামান্য গোলমেলে পর্যায় এসে দাঁড়ালো৷ আর কোনো এক জাদুমন্ত্রবলে চানাচুরের বয়াম আপনা থেকেই নিজের ঢাকনা সরিয়ে আমার কাছে সরে আসলে।
এক একটা চার-ছয়, এক এক মুঠো চানাচুর। ভরা পেটের ব্যাপারটা ব্রেন তখন প্রসেস করতে পারছে না, ভারি অদ্ভুত। শেষ বলে হেরে যাওয়ার পর টের পেলাম বয়াম ফাঁকা।
যা বুঝছি, অন্তত শরীর স্বাস্থ্যের জন্য রাতবিরেতে ক্রিকেট দেখা বন্ধ করতে হবে।
No comments:
Post a Comment