এক দম্পতি নিজেদের গাড়িতে বসে। তাঁরা জরুরী আলোচনায় মগ্ন - ছেলেমেয়েকে কোন স্কুলে দেওয়া যায়, কতটা খরচ কোন স্কুলে, কী'ভাবে সে'সব সামাল দেওয়া যাবে; ইত্যাদি। এদিকে গাড়ির ইগনিশনে সমস্যা হচ্ছে৷
এমন সময়, হাওয়া মেঘ সরায়ে রাহুল দ্রাবিড় গাড়ির জানলা দিয়ে উঁকি মেরে বললেন, "ছেলেমেয়ের স্কুল নিয়ে যতটা ভাবনাচিন্তা করছেন, অতটা চিন্তা যদি ইঞ্জিন অয়েল নিয়ে করতেন তা'হলে তো এমন সমস্যায় পড়তে হত না"।
অকাট্য। অব্যর্থ৷
এ'বার ইঞ্জিনঅয়েল নিয়ে ভাবনাচিন্তা না বাড়ালেই নয়। গাড়িটাকে তো আর বখে যেতে দেওয়া যায় না, ওর ভবিষ্যতের চিন্তা তো আমাকেই করতে হবে৷
No comments:
Post a Comment