Sunday, January 14, 2024

মাঙ্কিটুপির তালুর ফুল

মাঙ্কিটুপির সবচেয়ে দামী অংশটা হলো মাথার তালুতে বোনা ওই ঝিরঝিরে ছোট্ট ফুল। ও'টার অস্তিত্ব অত্যন্ত জরুরী; মাঝেমধ্যে নিজের টিকি (হোক টুপির এক্সটেনশন, আছে তো আমার মাথায়) চুলকে নেওয়ার মধ্যে যে কী দারুণ তৃপ্তি রয়েছে৷

কল্পনায় সাজিয়ে নিন;
হিলস্টেশনের পড়ন্ত বিকেল৷
প্রবল শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে আপনি এক ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে পড়লেন৷
জীর্ণ কাঠের চেয়ারে গা এলিয়ে,
এক প্লেট থুকপা অর্ডার দিয়ে,
রাবড়ি-মিষ্ট মেজাজে, চোখ নরম করে বুজে- নিজের মাঙ্কিটুপির তালুর ফুলে আঙুল বুলিয়ে চলেছেন। অপূর্ব না? তবে এর চেয়েও হাইক্লাস ব্যাপার বোধ হয় প্রেমিকার মাঙ্কিটুপির তালুর ফুল ধরে টান দিয়ে বলা, "অ্যাই অ্যাই, ও'দিকে দ্যাখো...আকাশের রঙটা কী মার্ভেলাস"!

পুনশ্চ:
মনে রাখবেন৷ মাঙ্কিটুপিতে যদি ওই তালুর-ফুলখানা না থাকে তা'হলে জানবেন ও'টা মাঙ্কিটুপির পদ্য নয়৷ ও'টা কিডন্যাপার বা ব্যাঙ্কিডাকাতদের মুখঢাকার টুপি৷ 

No comments: