- আসুন।
- বসব?
- তা'হলে বসি।
- হুম।
- আমার নাম অভ্র..।
- অভ্র হালদার। লিগাল টীমে আছেন৷ বয়স বেয়াল্লিশ৷ এই কোম্পানিতে সাড়ে সাত বছর আছেন..।
- ওহ মানে..।
- বিবাহিত। দুই ছেলে৷
- তাই তো। আপনি সমস্তই জানেন।
- আপনার ওয়াইফের চেয়ে বেশি জানি আপনাকে৷
- আই সী। আসলে কী হয়েছে..।
- একটা কথা বলি? আমি আপনাকে আপনার চেয়ে ভালোভাবে চিনি..।
- সিরিয়াসলি?
- হান্ড্রেড পার্সেন্ট। মজাটা কী জানেন? এই কথাটা আপনার বিশ্বাসযোগ্য মনে হলো না৷
- আসলে..।
- এই 'আসলে' শব্দটা আপনি বড্ড বেশি ব্যবহার করেন।
- সরি৷ আসলে হয়েছে কী..।
- আবার?
- সরি।
- সরিও বেশি বলেন।
- আপনি আমাকে আমার চেয়ে বেশি..?
- চিনি।
- কিন্তু আমি নিজের ব্যাপারে এমন অনেক কিছু জানি যা আপনার জানার কথা নয়..।
- ভল্যুম অফ ইনফর্মেশন ইজ ইরেলেভ্যান্ট৷ সেই ডেটা কে কী'ভাবে প্রসেস করছে, প্রজেক্ট করছে; সে'টাই আদত ব্যাপার। বললাম তো, আমি আপনাকে আপনার চেয়ে ভালো চিনি। আর সে জন্যই আপনার কোম্পানি আমায় রেখেছে৷ অনেক পয়সাকড়ি খরচ করে রেখেছে, এম্পলয়িদের কাউন্সেল করতে।
- আমার চিরকালই মনে হত..।
- আপনার মনে হত ব্যাপারটা হ্যোক্স।
- আপনি জানেন আমি কেন এসেছি?
- আপনার রিসেন্ট সোশ্যাল মিডিয়া উপস্থিতি দেখে এ'টুকু বুঝতে অসুবিধে হচ্ছে না আপনি ভীষণ অস্থির৷ আপনার স্মার্টওয়াচের রেকর্ড মিলিয়ে দেখলেই বোঝা যাচ্ছে সিচুয়েশনটা সিরিয়াস। অফিস মেডিকাল কার্ডে দেখলাম; ভাইটালে প্রচুর গরমিল। কাজের জায়গায় যা সব ভুল নামিয়েছেন..।
- আসলে হয়েছে কী..।
- আবার আসলে! বেশ৷ আমিই বলি আসলে কী হচ্ছে। আপনি ভয় পাচ্ছেন অভ্রবাবু৷ আর সেই ভয়ের কথা কাউকে বলতে আরও ভয় পাচ্ছেন।
- সরি।
- সরি কীসের৷ দিস ইজ দ্য বেস্ট প্লেস। আই অ্যাম ইওর বেস্ট হোপ। আমার কাউন্সেলিং ছাড়া গতি নেই। এ'খানে এসে খুব ভালো করেছেন।
- আমি উঠি।
- ও মা! আরে! কাউন্সেলিং আপনার খুব দরকার! আমার কাউন্সেলিং।
- আমিও তাই ভেবেছিলাম, আমার দরকার এআই-য়ের কাউন্সেলিং।
- সঠিক ভেবেছেন। ওই যে বললাম, আমি চিনি আপনাকে৷ আমি জানি আপনার কী দরকার।
- হয়ত জানেন৷ হয়ত আমার জন্য কী ভালো কোনটা মন্দ, সে'টা আপনিই ঠিকঠাক বাতলে দেবেন৷ কিন্তু আমি যে নিজের ভালোটা চেয়েই হন্যে হচ্ছি তা কিন্তু নয়।
- ইয়ে, শেষ কথাটার মানে বুঝলাম না...।
-... অথচ আপনি আমায় আমার চেয়েও ভালো চেনেন৷ সত্যিই তাই৷ আপনার সঙ্গে গল্প করলে আমার হয়ত মঙ্গলই হত৷ কিন্তু আমার বোধ হয় একটা হাবিজাবি মানুষের প্রয়োজন- যে আমার গল্প শুনবে৷ চোখ বড় বড় করে মাঝেমধ্যেই জিজ্ঞেস করবে, "তারপর"? আপনি দরকারী, সে'টা অস্বীকার করছি না৷ আপনার কাছেও ফিরে আসব নির্ঘাৎ। তবে আজ থাক। চলি এআইবাবু।
No comments:
Post a Comment