Tuesday, July 16, 2024

ডিসিপ্লিন



আমি মিষ্টির দোকানের কাচের শোকেসের সামনে রোজ সন্ধেবেলা দাঁড়াতে চাই; এই মিনিট পাঁচ-দশেকের জন্য৷ দাঁড়ালেই যে হামলে পড়ে মিষ্টি কিনতে হবে তা নয়৷ অত মিষ্টি রোজ পেটে ঢাললে এ ভেজালপুষ্ট শরীর অচিরেই ভেঙেচুরে পড়বে৷ তবে অমন সৌন্দর্য প্রাণভরে দেখলে আর মনভরে উপভোগ করলে শরীর ও মন দুয়েরই উপকার৷

কেউ ছোট কাগজের বাক্সে কুড়ি টাকার গুজিয়া নিয়ে সরে পড়ছে৷ কারুর হাতে দোকানি ঢাউস পাত্রে চল্লিশ পিস রসগোল্লা তুলে দিচ্ছেন৷ আবার কেউ এসে খোঁজ করছেন পরের লটে শিঙাড়া কখন ভাজা হবে; গরম গরম শিঙাড়া এক ডজন নেবেন তিনি৷

আমি সেই স্বপ্নের দুনিয়াটা রোজ একবার ছুঁয়ে আসতে চাই৷ ও'টা আমার মেগাসিরিয়াল দেখার বদঅভ্যাস হবে অথবা সন্ধ্যা-আহ্নিকের ডিসিপ্লিন৷

No comments: