Tuesday, July 16, 2024

কম্ফর্টজোনস্থ

কম্ফর্টজোন সম্বন্ধে নানাবিধ অপপ্রচার ও কটুকথা শুনতে পাই, বিশেষত এই লিঙ্কডইন জমানায়৷ ঠিক করেছি সে'সব বক্তৃতাগুলোকে পাত্তা দেব না৷ কম্ফর্টজোনই জীবনের লক্ষ্য। দিনগুলো নিশ্চিন্তে কাটিয়ে দেওয়াটাই নির্বাণ (অন্যের মাছের ঝোলা মাখা ভাতে ছাই না ছড়িয়ে)।

কম্ফর্টজোনের বাইরে বেরিয়ে আসতে হয় বটে তবে সে'টা নেহাতই কম্ফর্টজোন বজায় রাখার স্বার্থে। দুধভাতের নিয়মিত সাপ্লাইয়ের আশ্বাস পেলে ঈশ্বরীকে নৌকা বেয়ে হদ্দ হতে না৷ যা হোক, সে নৌকা বাওয়ার জীবনই ক্রমশ তাঁর কম্ফর্টজোনস্থ হয়ে ওঠে; যে কম্ফর্টকে একতাল সোনার লোভে হাতছাড়া করতে সে নারাজ৷ সে অর্থে ঈশ্বরী পাটনীই বাঙালির প্রথম লাইফকোচ।

অতএব, ভালোথাকার গোলপোস্ট এ'দিক ও'দিক সরতে চাইলেই তার মাথায় গাঁট্টা মেরে শান্ত করব।

No comments: