Tuesday, July 16, 2024

দত্তবাবুর মুক্তি



- গুড মর্নিং।

- আরে আপনি, আসুন। আসুন।

- তৈরি হয়ে নিন মিস্টার দত্ত৷

- মানে?

- মানে আপনার মুক্তি আসন্ন। আপনার সরকারের সঙ্গে আমাদের হাইকমান্ডের সমঝোতা হয়ে গেছে।

- ওহ্‌।

- এ'বার অন্তত আর অমন গোমড়া মুখে থাকবেন না।

- নাহ্‌৷ মানে ঠিক, বিশ্বাস হচ্ছে না...। গত সাতটা মাস এমন অন্ধকারের মধ্যে দিয়ে কাটলো..। তবে এজেন্ট রস। আপনাকে ধন্যবাদ না জানালে চলবে না৷ এই অন্ধকারের মধ্যেও আপনি দিব্যি বন্ধুর মত পাশে ছিলেন।

- তৌবা তৌবা মিস্টার দত্ত৷ আপনাকে যে টেররিস্টের দল কিডন্যাপ করেছে, আমি তাদের কম্যান্ডার। আমায় বন্ধু হিসেবে পরিচয় দিয়ে নিজেকে ছোটো করবেন না৷

- এজেন্ট রস। আমি কিন্তু আপনার মধ্যে একজন ভালোমানুষকে দেখেছি৷ এই ক'মাসে চাইলে আপনি আমার ওপর অকথ্য অত্যাচার করতে পারতেন। এ'সব না করে আপনি আমার সঙ্গে দু'বেলা গল্পগুজব করেছেন৷ দাবা খেলেছেন৷ আমার বউ-মেয়ের খবর পৌঁছে দিয়েছেন নিয়মিত। আর সবচেয়ে বড় কথা অন্য কেউ আমার ওপর তম্বি করতে এলে তাকে ঠেকিয়ে রেখেছেন।

- মিস্টার দত্ত। আপনাদের খাতার আমায় টেররিস্ট বলে দাগিয়ে দিয়েছেন বটে। হয়তো সে'টা নেহাৎ ভুলও নয়। তবে কী জানেন, যাই হই, পেটি মার্সিনারি তো নই। অসহায় বন্দীকে খুঁচিয়ে আনন্দ আমি কোনোদিনই পাইনি৷ আর আপনি তো গুণী মানুষ।

- আই মাস্ট সে, আপনার হাতের রান্নাও কিন্তু এ-ক্লাস৷ নয়ত আপনাদের ক্যাম্পের লপসি খেয়ে সাত মাস টানতে পারতাম না৷

- তৈরি হয়ে নিন৷ গাড়ি দাঁড়িয়ে আছে৷ মিনিট দশেকের মধ্যে রওনা হবো।

- এজেন্ট রস৷ এইবারে অন্তত আপনার আদত নামটা যদি..।

- ব্যাপারটা গোপন রাখায় আমার তেমন স্বার্থ নেই দত্তবাবু৷ তবে আমাদের সম্পর্ক এই সাত মাসেরই ছিল৷ এজেন্ট রস আর মিস্টার দত্তের বাইরে নিজেদের টেনেহিঁচড়ে এনে কী লাভ৷ নিন, ক্যুইক৷ এ'সব ব্যাপারে দেরী করলে চলবে না৷ আমি বাইরে দাঁড়াচ্ছি৷ রেডি হয়ে হাঁক পাড়লেই চলে আসবো।

- এজেন্ট রস। থ্যাঙ্কিউ৷

- হুঁ। আমি আসি..।

- আপনার গ্রামের নামটা ইউসজ্বেক, তাই না?

- নামটা বেশ গোলমেলে। আপনি মনে রেখেছেন, ভালো লাগলো।

- সে'দিন আপনি ঠিকই বলেছিলেন রস। এ যুগে দাঁড়িয়ে ও গাঁয়ের মেয়েরা স্কুলে যেতে পারে না, এই অন্যায় বরদাস্ত করা যায় না৷ একটা কথা দিয়ে যাচ্ছি; এর বিহিত এ'বার আমরা করবই৷ ফিরে যাই একবার৷ কোনো ট্যাঁফোঁ শুনছি না৷ সরকারের থেকে এ জিনিস আমি আদায় করবই৷

- থ্যাঙ্ক ইউ মিস্টার দত্ত৷ আপনি মানুষটা বড় ভালো। মেয়েদের স্কুল একটা হলে, গাঁয়ের মানুষের সত্যিই মঙ্গল হবে৷

- আপনার সঙ্গে হয়ত আর কখনও দেখা হবে না৷ কিন্তু আগামী একবছরের মধ্যে আপনার ছোট্ট দুই মেয়ে স্কুলে যাবে৷ কথা দিলাম৷

- রেডি হয়ে নিন৷

- আপনার থেকে একটু এক্সাইটমেন্ট আশা করেছিলাম কিন্তু৷ প্রগ্রেসের দাবীতেই তো আপনারা লড়াইয়ে নেমেছেন, তাই না?

- মিস্টার দত্ত। আপনাদের কিছু বোমারু বিমান গতকাল আমাদের ও'দিকের অন্তত দশখানা গ্রামকে দুমড়েমুচড়ে দিয়ে গেছে। হাইকম্যান্ড তারপরেই রণেভঙ্গ দেবে ঠিক করেছে৷ কেউ যদি বেঁচেই না থাকে, তবে প্রগ্রেস কাকে ছোঁবে।আর এই অসম লড়াই কহাতক টানা যায়৷ জানেন, আমাদের গাঁ-খানাও পুড়ে ছাই হয়ে গেছে৷ আমার বউ আর মেয়ে দু'টোও এ যাত্রা আর বাঁচল না।

- এজেন্ট রস!

- তবে কিছু বাচ্চা মেয়ে এখনও পুড়ে ছাই হয়ে যায়নি৷ পারলে সরকারবাহাদুরকে ধরেবেঁধে স্কুলটা বানাবেন৷ কেমন?

- আমি..আই অ্যাম সরি।

- এ'বারে মুক্তি মিস্টার দত্ত৷ কঙ্গ্রাচুলেশনস টু ইউ অ্যান্ড ইওর গভর্নমেন্ট৷

No comments: