সমুদ্রের দিকে একটানা তাকিয়ে থাকাটা প্রাণায়ামের পর্যায়ে পড়ে৷ কাঁচামিঠে রোদ্দুরে জল-বালিতে পা রেখে একমনে ঢেউ গুনে যাওয়া মানে মনের মধ্যেটা ডেটল দিয়ে সাফ করে অল্প আতর ছড়িয়ে নেওয়া।
তবে ডেলিপ্যাসেঞ্জারির শহরের সমুদ্রের অবস্থা গেঁয়ো যোগীর মত।
বম্বেতে পুরীর রেল প্ল্যাটফর্ম নেই,
শালপাতায় মোড়া মদনমোহন নেই;
টেনে ধরে না।
কিন্তু সমুদ্রই তো, তার ম্যাজিক পুরোপুরি চেপে রাখা যাবে কী করে। হপ্তা-দু'হপ্তায় একবার, ঢেউগোনা প্রাণায়ামে কয়েক মুহূর্তের জন্য অন্তত; গা থেকে অফিস-বাজারঘাট-মাসকাবারির গন্ধ কেটে যাবেই৷
No comments:
Post a Comment