Thursday, November 21, 2024

দেশের বাড়ি



- সমর, আগরওয়ালের ফাইলটা কদ্দূর?
- সাবমিটেড৷ ডেলিভার্ড৷ ক্লোজড। আগরওয়াল "উই আর গ্রেটফুল" বলে গদগদ ইমেল করেছে।
- ভেরি গুড, তা'হলে এইবার..।
- আমার ছুটি চাই মৃণালদা।
- ছুটি? তোমার ছুটি চাই?
- পুজোর পাঁচ দিন৷ তার আগে তিন দিন৷ পুজোর পরে তিনদিন৷ সব মিলে এগারো দিন৷
- এক কাজ করো ভাই সমর, দশমীর দিন লাঞ্চের পর বেরিয়ে যেও৷ বিকেলটা একটু ঘোরাঘুরি করে কাটিও৷ কেমন?
- এগারো দিন। মৃণালদা। এগারো দিনের কম চলবে না।
- অদ্দিন ছুটি নিয়ে করবেটা কী?
- বাড়ি যাবো। দেশের বাড়ি।
- দিল্লীতে দু'জেনারেশন ধরে বাস করছ৷ নতুন ফ্ল্যাট কিনেছ৷ তোমার দেশের বাড়ি তো সরোজিনী নগরে।
- বারুইপুর।
- যাহ্‌ শালা। এদ্দিন তোমায় চিনি সমর৷ বারুইপুরের কনেকশন কোনোদিন শুনিনি।
- অফিসের মামুলি সম্পর্ক; তাই ইনভেস্ট করোনি৷ ইনভেস্ট করলে জানতে পারতে আমার দাদু বারুইপুর রেলের কোয়ার্টারে ছিলেন বছর দশেক। সে'টাই আমার দেশের বাড়ি।
- আর কয়েক জেনারেশন পিছিয়ে গেলেই আফ্রিকাকে দেশের বাড়ি বলতে পারতে ভাই৷ নিজেকে বারুইপুরে রেস্ট্রিক্ট করছ কেন?
- হাসছ? হাসো৷ তবে পুজোর ছুটি নিয়ে নো কম্প্রোমাইজ৷ এ'বার আমি গাঁয়ে ফিরবই।
- দেশের বাড়ি থেকে গাঁয়ে ফেরায় এস্কালেট করে ফেললে?
- মৃণালদা। ছুটি মঞ্জুর হলো কি না বলো! এনাফ ইজ এনাফ! ছুটি দিলে ভালো নয়তো রইল এ'সব ব্যবসাপাতি..রইল ক্লায়েন্টের দলিলদস্তাবেজ..।
- সমর। ভাইটি। ব্যাবসাটা তোমার। তুমি বস৷ আমি তো কর্মচারী। আমার কাছে ছুটি চেয়ে হন্যে হচ্ছ কেন? পুজোয় ঘুরে এসো না ক'দিন৷ আমি সামলে নেবো।
- ধুর। ভাল্লাগে না৷ আমার একটা দেশের বাড়ির বড় দরকার মৃণালদা।
- তোমার একটা ছুটির দরকার।
- এ পুজোয় আর হলো কই। তবে পরের পুজোয় কোনো ত্যান্ডাইম্যান্ডাই শুনবো না। মিনিমাম দু'হপ্তা ছুটি চাই। মহালয়া থেকে লক্ষ্মীপুজো। ডীল?
- ডীল।
- খবরদার, কথার খেলাপ হলে স্ট্রাইক করবো। তোমার ব্যবসায় লালবাতি জ্বেলে ছাড়বো।
- বিজনেসটা তোমার সমর।
- এ'সব টেকনিকালিটি দেখিয়ে পরেরবার ফস্কে যেতে পারবে না।
- বেশ। তাই হবে৷ তোমার পরের পুজোর ছুটি মঞ্জুর।
- থ্রি চিয়ার্স ফর মৃণালদা! হিপ হিপ..।
- নতুন অর্ডারের ফাইলটা তোমার টেবিলে পড়ে আছে। সই করে দাও।
- ধেত্তেরি।

No comments: