Thursday, November 21, 2024

ফুলবাবু ফুলবিবি



ফুলদাদা,
ফুলপিসি,
ফুলকাকু,
ফুলমামি;
ডাকের মানুষদের কর্তব্য ছোটদের লাই দিয়ে মাথায় তোলা৷ এরা গরমের দুপুরে কাঠি-আইসক্রিম স্মাগল করে বাড়িতে আনবেন। তারপর বিকেলবেলা সর্দিজ্বরের দাওয়াই হিসেবে মারাকাটারি ঝাল ফুচকা খাওয়াবেন৷ এগরোলে পেটখারাপ সারে এ আশ্বাস যোগাবেন। বাবা-মায়ের বকুনি থেকে আড়াল করে অরণ্যদেব পড়াবেন৷ পরীক্ষার দিন দুই আগে ছাতে ফিস্টির প্ল্যান করে বাড়ি মাথায় তুলবেন। প্রেম ভাঙার গল্প শুনে "আহা উঁহু" করবেন৷ ভালোবাসবেন, গোল পাকাবেন। ছোটদের খানিকটা বখিয়ে দিয়ে মজবুত করবেন।

ফুলবাবু-বিবিরা তাই অত্যন্ত জরুরী।

No comments: