Thursday, November 21, 2024

ই-ওয়ালেট



~~দিন ১~~

জেপ্টো: এই নে৷ একশো টাকা দিলাম। রেখে দে।
আমি: আরে না না৷ কী দরকার..।
জেপ্টো: আরে আমি দিলাম তো নাকি, রাখ না৷
আমি: আচ্ছা।
জেপ্টো: কত দিলাম বল দেখি..।
আমি: ওই যে, একশো।
জেপ্টো: সামলে রাখিস বাপ৷ কেমন? বাজারঘাটের যা অবস্থা, একশোটা টাকা নেহাৎ ফেলনা নয়..।

~~দিন ৬~~

জেপ্টো: হ্যাঁ রে, সে'দিন যে একশো টাকা দিলাম তোকে...৷
আমি: তাই তো৷ ও আছে ওয়ালেটে।
জেপ্টো: ওয়ালেটে থাকলে তো সে'টাকা ডিম পাড়বে না বাপধন৷ সেলিব্রেট কর৷ মোচ্ছব হোক।
আমি: একশোয় হবেটা কী..।
জেপ্টো: বড্ড বাতেলা দেখছি, একশো টাকা দিয়েছি এ'বার খরচ কর৷ ওড়া দুই হাতে৷ চটপট।
আমি: আহা, বেশ, হবে'খন।

~~দিন ১৭~~

জেপ্টো: এ কী, যাচ্ছিস কই থলে হাতে?
আমি: কেন? বাজারে!
জেপ্টো: ওয়েলেটে কড়কড়ে একশো টাকা ভুলে তুই বাজারে যাচ্ছিস রে রাস্কেল?
আমি: না মানে, অনেক কিছু কেনার আছে তো..।
জেপ্টো: উফ৷ জ্বালালে দেখছি৷ এই নে, আরও পঁচিশ টাকা দিলাম৷ আর ঘ্যানঘ্যান করিস না।
আমি: বাহ্‌। থ্যাঙ্কিউ।
জেপ্টো: এক মিনিট, একশো পঁচিশ ফেলে চললি কই? এই, অ্যাই, সাইকেল থামা..অ্যাই!

~~দিন ২২~~

জেপ্টো: এই শোন..।
আমি: কী ব্যাপার..।
জেপ্টো: আজ বিস্যুদ....।
আমি: বটে।
জেপ্টো: শনিবারের মধ্যে আমার দেওয়া টাকা খরচ না করলে কেটে নেব..। এক্কেবারে ঘ্যাচাং।
আমি: ওহ, তাই নাকি।
জেপ্টো: ভদ্রলোকের হুমকি৷ নড়নচড়ন হবে না।
আমি: বেশ।
জেপ্টো: কাজেই আর ত্যান্ডাইম্যান্ডাই নয়৷ ওয়েলেট থেকে একশো পঁচিশ বের করে অর্ডার।
আমি: বেশ।

~~দিন ২৩~~

জেপ্টো: কেটে দিলাম কিন্তু..এই কেটে দিলাম..।
আমি: ওহ হো।
জেপ্টো: রাত বারোটার পরেই দেখবি ট্রেজার হাওয়া।
আমি: অগত্যা৷ কী আর করি।
জেপ্টো: হাল ছাড়িস না। অর্ডার দে। বেসনের লাড্ডু আনা৷ দু'কিলো পেঁয়াজ আনা৷ অলআউট আনা, দ্যাখ চাদ্দিকে কত মশা।
আমি: ও দ্যাখা যাবে।

~~দিন ২৭~~

জেপ্টো: মন খারাপ লাগছে রে?
আমি: কেন? কী ব্যাপার?
জেপ্টো: ওই যে সে'দিন অতগুলো টাকা কেটে দিলাম। খারাপ পেলি?
আমি: ওহ, না না৷ ঠিক আছে তো।
জেপ্টো: ওই দ্যাখো৷ কী মারাত্মক অভিমান৷ আচ্ছা ঠিক আছে৷ ওয়ালেটে একবারটি দ্যাখ, দেড়শো টাকা রেখে এসেছি৷ তবে ইয়ে, আজকের মধ্যেই খরচ না করলে কিন্তু..এই..ও কী..আনইনস্টল করছিস কেন রে হতচ্ছাড়া..এই দাঁড়া..আমি কিন্তু ওয়ালেটে দু'শো রেখে দেবো এ'রকম করলে..এই..এই..যাহ্‌!

No comments: