ঢাকুরিয়া, ২০১২।
তখন যৌবন। যৌবন মানে নির্দ্বিধায় পর পর দু'টো ডাবল এগ চিকেন রোল খেয়ে সন্ধের টিফিন সেরে ফেলতে পারি। তখনকার আকাশ বেশি নীল ছিল কিনা জানি না, কিন্তু মেজাজের জেল্লা ছিল অন্য মাত্রায়।
এই রাস্তার অন্য প্রান্তেই বেদুইনের (গড়িয়াহাটেরটা নয়) রোলের দোকান। সে'খানে রোলের মধ্যে সামান্য আলু দেওয়ার চল ছিল। খুঁতখুঁত করলেও সে রোল জিভে মন্দ লাগত না৷ এ রাস্তা ধরে খানিকটা পিছিয়ে এলে দক্ষিণাপণ শপিং কম্পলেক্সের মেনগেট, তার সামনে যে ফুচকাদাদা-বৌদি; তাঁদের ভাঁড়ারে অমৃতসম আলুর দম। উল্টোদিকের এসবিআইয়ের ব্রাঞ্চের সামনে সন্ধেবেলা এক বৌদি মোমোর ডিবে নিয়ে দাঁড়াতেন; অতি-উপাদেয়৷ এই স্টলগুলোর সঙ্গে তখন আমার সুনিবিড় আত্মীয়তা, নিয়মিত যোগাযোগ, আত্মার আদানপ্রদান। সে আত্মীয়তাই আমার যৌবনের আস্ফালন, রণহুংকার।
No comments:
Post a Comment