- কী…আমাদের এ'খানে নতুন মনে হচ্ছে!
- হ্যাঁ মানে, এই প্রথম এ’খানে এলাম কি না…।
- বেশ তো বেশ তো।
- ম্যা…ম্যানেজার? হা হা হা হা। এ’টা তো উপাসনালয়। আমি এ উপাসনালয়ের এক কোণে থেকে ভজন-সাধন করি, এই আর কী। ম্যানেজ করা কী আমার কম্ম হে। তিনি রেখেছেন, তাই আছি। যে'দিন বলবেন "এসো", নাচতে নাচতে বেরিয়ে যাবো।
- নাচতে নাচতে বেরোনোটা ভালো দেখাবে কি? আর কে আপনাকে বের করবে? ট্রাস্টিদের কথা বলছেন নাকি?
- হে হে, তুমি ভারি সরল দেখছি। তা ভালোই হলো এ'দিকে এসেছো। এ'খানে তোমার ভালো লাগবে। তা, তুমি কোন মতে বিশ্বাসী?
- আজ্ঞে?
- বলি কোন মতে উপাসনা করতে চেয়ে এ উপাসনালয়ে আসা হয়েছে? চিন্তা কোরো না। মন খুলে বলো। ধর্ম যাই হোক, মতাদর্শ যাই হোক, মুক্তির পদ্ধতিতে তো কোনও তফাৎ নেই।
- ইয়ে মানে, বাইরে এমন ঝপ করে বৃষ্টি নামলে, ছাতাটা আজ আবার অফিসে ফেলে বেরিয়েছি। কী বিপদ বলুন দেখি। আপনাদের এই দরজা খোলা দেখে ঢুকে পড়লাম। আশা করি আপনার আর আপনার জুনিয়রদের সাধনায় কোনও ব্যাঘাত ঘটিয়ে ফেলিনি।
- এ'খানে কেউ তো কারুর জুনিয়র নয়। সবাই সাধক। সবাই প্রেমে মগ্ন।
- এই রে। আমার মধ্যে প্রেম ব্যাপারটা ঠিক লাগসই ভাবে ফ্লো করে না বুঝলেন...।
- সে চিন্তা তোমার নয়। হয়তো আমাদের এ'খানে পথ ভুলে এসেছ, কিন্তু সঠিক পথের খোঁজও এ'খানেই পাবে।
- বৃষ্টির তেজ বাড়লো দেখছি।
- তা এ'খানে এসেই যখন পড়েছ আর আটকা যেহেতু পড়ে গেছ, তখন বাকি সবার সঙ্গে বসেই পড়ো দেখি।
- কোনও গান-বাজনা হবে নাকি স্যার?
- না হে না। এ'খানে শুধুই সাধনা, উপাসনা। দ্যাখো, সবাই কেমন বই পড়ায় মগ্ন।
- হ্যাঁ, ঠিক যেন একদল ক্লাস সেভেনের ছেলে-মেয়ে নতুন পূজাবার্ষিকী হাতে পেয়েছে। খুবই ভালো লাগছে দেখতে।
- বাহ্, সুন্দর বলেছ তো ভায়া। তাই তো, সেই আগ্রহ নিয়ে একাগ্রচিত্তে বসে থাকাটাই তো সাধনা।
- নাহ্। এ কথাটা মশাই আপনিও খুব সুন্দর বলেছেন।
- হে হে। বেশ তো। ওই দ্যাখো ও'দিকের দেওয়ালের তাকে প্রচুর বই আছে। সবই সাধনার। গীতা, কথামৃত, উপনিষদ, কিছুই বাদ নেই। এমন কী কোরান, বাইবেলও পাবে। নিজের পছন্দ মত বই বেছে নিয়ে বসে পড়ো। যতক্ষণ বৃষ্টি ততক্ষণ না হয়ে আমাদের সঙ্গে উপাসনায় যোগ দিলে। আমাদের তা'তে খুব ভালো লাগবে।
- উত্তম প্রস্তাব। বোকার মত দাঁড়িয়ে থাকার চেয়ে আমিও উপাসনায় যোগ দিই।
- ভেরি গুড। ভেরি গুড। বই নিয়ে এসো তা'হলে একটা পছন্দমত।
- আমার কাছে আছে।
- আছে?
- বই। এই ব্যাকপ্যাকে। রিলিজিয়াস বিলীফের ব্যাপার তো। তাই সঙ্গে রাখি সবসময়। তাবিজের মত কাজ করে।
- কী বই?
- আবোলতাবোল।
- হেহ্। তাই হোক। যার যে'খানে ডুব দিয়ে তৃপ্তি। এসো, বসো।
No comments:
Post a Comment