Thursday, November 21, 2024

ভালোবাসার গান

ভালোবাসার গান৷

তা'তে ওই কথাটা ঠিক দাঁড়ায়নি।
ওই লিরিক্সটা বড্ড ন্যাকা ন্যাকা।
এমন ভাবে কেউ গায় নাকি।
ও'রকম গদগদ প্রেমের গান শুনলে গা জ্বলে।

কত গান আমরা নস্যাৎ করে দিই সে'গুলো আমাদের কানে যথেষ্ট "স্মার্ট" ঠেকে না বলে (আমিও করি)। অথচ গান ব্যাপারটা কী ভীষণ ব্যক্তিগত একটা ম্যাজিক, কোন সুর কোন অসতর্ক মুহূর্তে প্রফেট হয়ে পাশে এসে দাঁড়াবে তা কেউ আগে থেকে আঁচ করতে পারে না৷
"সেই তো আবার কাছে এলে" গানটার লিরিক্স নিয়ে বেশ কিছু ঠাট্টা শুনেছি৷ কখনও সে ঠাট্টায় হয়ত যোগও দিয়েছি৷ অথচ আজ সেই কথাটাই যখন এক প্রবাসীর তোলা হাওড়া ব্রীজের ফটোর ক্যাপশন হিসেবে দেখলাম, সে সুরটা বুকের ভিতর মোচড় দিল৷ গান, গানের ম্যাজিক, আর সে ম্যাজিক আবিষ্কার করা; বড়ই ব্যক্তিগত একটা প্রসেস।

No comments: