"এইবেলা ঘুরতে বেরোন৷ আজই, এখুনি! বিদেশবিভুঁইয়ে পাহাড়ে সমুদ্রসৈকতে মরুভূমিতে নিজের পদচিহ্ন রেখে আসুন৷ টাকাপয়সা আজ গেলে কাল ফিরে আসবে কিন্তু নষ্ট-সময় আর ফিরবে না"৷
কিঞ্চিৎ সন্দেহ হচ্ছে যে কথাটা ডাহা গুল।
'টাকাপয়সা আজ গেলে কাল আসবে' স্লোগানটার থেকে বোধ হয় গা বাঁচিয়ে চলাই ভালো৷ শ্রী শ্রী টাকাপয়সা মারাত্মক চালিয়াত; "এই দু'মিনিটে আসছি" বলে বিশ বছর গা ঢাকা দিয়ে থাকা চিজ তিনি। কাজেই বয়সকালে কমা মেডিক্লেমের ব্যথা গুলমার্গের বরফের স্মৃতি ঘেঁটে কমবে বলে মনে হয় না৷
ঘুরতে বেরোনো অতি চমৎকার ব্যাপার। জ্ঞানচক্ষুর উন্মেষ যে তা'তে হয় সে'কথা অনস্বীকার্য। গল্পের ভাঁড়ার স্ফীত হয়। মন চওড়া হয়৷ সবচেয়ে বড় কথা; বন্ধু জোটে৷ তবে ভাবগতিক যা বুঝছি, তার জন্য সামান্য হিসেব কষে আর বাজেট মেপে এগোনোই ভালো।
সময় চলে যাচ্ছে অথচ অরোরা বোরিয়ালিস দেখা হলো না বা কলোম্বোয় বসে চিংড়ি চেবানো হলো না বলে ফিক্সড ডিপোজিট ভেঙে এসআইপি ডকে তুলব, সে রোম্যান্টিক ফাঁদে পা না দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি৷ বিশেষত গো-লিভ-ইওর-লাইফ এক্সপিরিয়েন্স দাদা-দিদিদের ফিলোসোফি টিউশনি থেকে তফাতে থাকছি।
এক পিস গ্র্যান্ড ভ্যাকেশনিও পোলাও-মাংসের লোভ যেন ইচ্ছমত পুরী-ভ্রমণের দুধ-ভাতকে ভুলিয়ে না দিতে পারে - এই হলো মনের কথা৷
No comments:
Post a Comment