Sunday, March 16, 2025

বিজ্ঞাপন



আমার একটা ব্লগ আছে। ফেসবুক পেজ, ট্যুইটার হ্যান্ডেল সে'গুলোও ব্লগই বটে। তবে আমার ওই মান্ধাতা আমলের একটা ওয়েবলগ আছে, ব্লগারে।

আমার ধারণা ব্লগার গোটা পৃথিবীতে এখন জনা সতেরো মানুষ ব্যবহার করে, আমি তার মধ্যে একজন। দিন যায়, হপ্তা যায়, মাস যায়; ব্লগারে ফিচার বা টেমপ্লেট কিছু যোগ হয় না। সে এক অপরূপ ২০১১ মার্কা দুনিয়ায় সে প্ল্যাটফর্ম পড়ে আছে। ব্লগারের অ্যাপ (অন্তত অ্যান্ড্রয়েডে) ব্যবহারযোগ্য নয়। মাঝেমধ্যেই পোস্টের লিঙ্ক খুলতে চায় না। আমার ভারি দুশ্চিন্তা হয় গুগল একদিন এই ব্লগার ব্যাপারটা তুলে দেবে। কে জানে, হয়তো গুগলের দাদা-দিদিরা নেহাৎ ভুলে মেরে দিয়েছে যে ব্লগার বলে একটা ব্যাপার তাদের গোডাউনে পড়ে আছে। যে'দিন পুরনো আসবাবপত্রের ঝুল ঝাড়া শুরু করবে সে'দিন হঠাৎ ব্লগার ব্যাপারটা তাদের নজরে পড়বে আর পত্রপাঠ এ জিনিসটাকে তারা বিদায় দেবে।

যা হোক। আমার ব্লগের গুণগতমান কহতব্য কিনা সে'টা বড় কথা নয়। এই আমি যে এত বছর পরেও ব্লগারকে ছাড়িনি, সে জন্যই গুগলের উচিৎ আমায় গুগল-পে তে আড়াই টাকা ক্যাশব্যাক দিয়ে সেলুট জানানো।
ব্লগের ইউআরএল www.bongpen.net
নোটঃ এ'ট হাহুতাশ ( তিন প্যারা) + বিজ্ঞাপন (এক লাইন)

No comments: