Sunday, March 16, 2025

সলজ্জ নিবেদন



"আরে অকারণে আবার এইসব কেন"

"কী দরকার ছিলো বলো এত হ্যাঙ্গামা করার"

"সামান্য ডালভাতেই হয়ে যেতো তো। খামোখা এত ঝকমারি..."

"মিলেট বিরিয়ানি হয় জানিস? সে'টা এ'রকম আনহেলদি নয়"

"আনিয়েছ যখন দু'চামচ খেয়ে নেব না হয়। এমনিতে রুটি-তরকারি হলেও সোনামুখ করে খেয়ে নিতাম"

No comments: