Sunday, March 16, 2025

ক্যাডবেরি



কুড়িটাকার যে ক্যাডবেরি ডেয়ারিমিল্ক; পরিমাণের দিক থেকে ও'টাই ভালো। খুব বেশি নয় যে "ওরে বাবা কতটা মিষ্টি খেলাম" বলে ন্যাকামো করতে হবে, আবার খুব কমও নয় যে স্বাদ বুঝে ওঠার আগে হাওয়া। তবে ইয়ে, ও প্যাকেট আবারও ভাগবাটোয়ারা করে খাওয়া চলে না। কখনওসখনও ডিনারের পর ওই এক প্যাকেট ঠুকরে ঠুকরে মিনিট পনেরো ধরে খেলে প্রাণে অনাবিল আরাম টের পাওয়া যায়।

আর স্বাদের দিক থেকে কত রথী-মহারথীদেরই তো দেখলাম। ডার্ক বা হোয়াইট, ড্রাইফ্রুট বা কমলার খোসা মেশানো, দিশি বা বিদেশি; কিন্তু এই ডেয়ারিমিল্কের জুড়ি আজ পর্যন্ত পেলাম না। গত তিরিশ বছরে বাটার জুতোর কোয়ালিটি এ'দিক ও'দিক হয়েছে, পুজোসংখ্যার প্রতি মোহ উবে গেছে, ইউটিউব মিউজিকের দুনিয়ায় রঙ্গোলি-চিত্রহার কন্সেপ্টটাই আর দাঁড়ায় না। শুধু এই একটা জিনিস ছেলেবেলাতেও যেমন মারকাটারি ছিল, এখনও অবিকল তাই। এ যেন জিভের বোরোলিন; সাধুভাষায় যাকে বলে "কুছ খাস হ্যায়"।

No comments: