- এই যে, বিশু। এদিকে এসো।
- আরে, জ্যাঠামশাই যে। পা ছুঁয়ে আজ প্রণাম ঠুকতে পারবো না যে...কোমরে খিঁচটান..।
- থাক থাক। কী অবস্থা হয়েছে...। তুমি আজকাল এইভাবে মাতলামো শুরু করেছ? এই ভরসন্ধেবেলা, পাড়ার মোড়ে...।
- ছিহ্ বিশু। কত বড় বংশের ছেলে তুমি...।
- বড়। বড় বংশ। ভল্যুম-ওয়াইজ বলছেন কি?
- তোমাকে ডাকাটাই আমার দোষ হয়েছে।
- দোষ করে স্বীকার করেছেন। ওই তা'তেই হবে। নিন, আপনাকে আমি ক্ষমা করলুম।
- তোমার বাবা আজ বেঁচে থাকলে..।
- বাবার থেকে ধার নেওয়া আড়াই হাজার টাকাটা শোধ করতেন? বাবা বেঁচে থাকলে..।
- টাকা?
- টাকা। মানি। টু অ্যান্ড আ হাফ থাউজ্যান্ড।
- আসলে কী জানিস বিশে, সব তো আর এক কথায় বোঝানো যায় না..।
- টাকাটা? জ্যেঠু?
- আরে ছোট থেকে তোর এই এক রোগ। কথায় কথায় খামোখা সিরিয়াস হয়ে যাওয়া। আরে দু'পাত্র আমিও চড়িয়েছি। তাই কী বলতে কী বলেছি...অত ধরতে নেই বিশে।
- এ'বার আসি জ্যাঠামশাই?
- আয়। আর শোন, একদিন বাড়িতে আসিস। তোদের জ্যেঠিমা নাড়ু বানিয়েছে।
- আসি জ্যাঠামশাই।
No comments:
Post a Comment