Sunday, March 16, 2025

প্রতিজ্ঞা

- সামনের বইমেলায় কিন্তু কলকাতা ফিরবই! ফিরবই!
- ইয়েস!
- দেখতে পাচ্ছিস তো আমার চোয়ালটা কী ট্রিমেন্ডাস শক্ত হয়ে আছে?
- স্পষ্ট! ঠিক যেন একতাল লোহা!
- রক্ত গরম হয়ে যাচ্ছে ভাবলেই। মিনিমাম এক হপ্তা থাকবো, বুঝলি। রোজ মেলায় যাবো; দুপুর থেকে রাত মেলাতেই পড়ে থাকবো। বোনাসের টাকার একটা মোটা অংশ সরিয়ে রাখবো ফর বইমেলা এক্সপেন্সেস।
- এই না হলে সাচ্চা বাঘের বাচ্চা!
- মনে মনে প্রায় পৌঁছেই গেছি পরের বইমেলার মাঠে।
- সে'টাই তো আসল। ভেরি গুড। তবে ইয়ে..।
- ইয়ে কীসের? কীসের ইয়ে?
- গত পুজোয় অফিসে বসে সামনের পুজোতে এক হপ্তার জন্য বাড়ি ফিরবি প্ল্যান করেছিলিস না? টানা পাঁচ রাত জেগে ঠাকুর দেখবি, হাবিজাবি খাবি আর ভোর হলে প্যানফর্টি চার্জ করে শুয়ে পড়বি?
- হুম?
- তা'হলে সামনের পুজোয় এক হপ্তা ছুটি প্লাস সামনের বইমেলায় আরো এক হপ্তা ছুটি, তাই তো?
- হুম?
- ও কী রে, তোর চোয়ালটা কি সামান্য ঝুলে পড়ছে? টেনেটুনে রাখ ভাই!

No comments: