Sunday, March 16, 2025

প্রমথনাথ ও পরশুরাম



পাপী মানুষ। ভালো যা কিছু তার কদর করতে শিখিনি। ভালোমানুষজন ভালো কিছুর খোঁজ দিলে সন্দেহ হয়। দরদী মানুষ আলো জ্বেলে দিলে আঁতকে উঠে চোখে জলপটি দিয়ে আরামদায়ক অন্ধকার তৈরি করে নেওয়ায় আমার জুড়ি নেই।

পরশুরাম গল্পসমগ্রের গোড়াতেই রয়েছে ভূমিকা। ওপরচালাকিতে অভ্যস্ত পাঠক আমি; অমুক লেখকের বই কিনে তমুক সম্পাদকের কচকচি কেন পড়বো? এই নিরেট গর্দভ-যুক্তির সামনে নুয়ে পড়ে সে ভূমিকা আমি এতদিন (এত বছর) এড়িয়ে এসেছি। সংগ্রহে থাকা বইটার ঝুরোঝুরো অবস্থা, অথচ শুরুর পাতাগুলো উল্টে দেখা হয়নি।

এই আজ টের পেলাম সে ভূমিকা লিখেছেন সুপারস্টার প্রমথনাথ। ভূমিকাটা প্রায় একটা বড়গল্পের সমান আর প্রমথনাথের সিগনেচার স্টাইলে অনন্য। পরশুরাম যে কী মাপের মানুষ ছিলেন, সে'টা অ্যাপ্রিশিয়েট করার ক্ষমতা আমার নেই। কিন্তু "আরিব্বাসরেবাস" বলার ছেঁদো কাজটুকু করতেই পারি। "হাস্যরস" ফচকেমো নয়, ফাজলামো নয়, ফিচলেমো নয়; সাহিত্য। সুগভীর সাহিত্য। পরশুরামের মত কিছু মানুষ ছিলেন, তাই বাঙালির সমস্ত হাসি উৎকট খ্যাকখ্যাক স্তরে এসে শুকিয়ে যায়নি।

No comments: