- স্টাম্পিডের খবরটা শুনলে মামা?
- না।
- সে এক সাংঘাতিক ব্যাপার...গতকাল রাতের দিকে হয়েছে কী..।
- এই যে শোনোনি বললে! সিরিয়াস ব্যাপার মামা, হয়েছে কী..।
- বেশি ইনফর্মেশনে আমার ডাইজেশনে অসুবিধে হয়।
- এতগুলো মানুষ জাস্ট..।
- তোর যত ফড়ফড়ানি শুধু নেগেটিভ নিউজ নিয়ে। হ্যাঁ রে, এই যে সে'দিন পাড়ার পার্কে লাইট অ্যান্ড সাউন্ড শো চালু হলো, সে'দিন তো সকাল সকাল গল্প ফাঁদতে আসিসনি।
- যা বাবা। কোথায় কী..।
- তবে হ্যাঁ। অল ইজ নট ওয়েল। শেয়ার মার্কেটের অবস্থাটা দেখছিস তো।
- কী হয়েছে?
- এই দ্যাখো। আসল ম্যাক্রো ইস্যুগুলো নিয়ে মাথা না ঘামিয়ে যত মাইক্রো সমস্যা নিয়ে সকাল সকাল গলা ফাটায়। শোন। হয়েছে কী, ট্রাম্প আসার পর থেকে যদি ইন্টারেস্ট রেটের ট্র্যাজেক্টরিটা ফলো করিস..।
- মামা, আজ আসি। আমার একটা জরুরী মাইক্রো লেভেলের কাজ আছে।
No comments:
Post a Comment