Sunday, March 16, 2025

ফুচকা ও প্রেম



আন্তর্জাতিক ফুচকা ফেডারেশন সম্প্রতি একটা রিপোর্টে জানিয়েছে ফুচকার পরিসরে সেরা প্রেমের লাইন কোনগুলো। সে রিপোর্ট আমার হাতে কী'ভাবে এলো তা জেনে আপনাদের কোনো কাজ নেই। লাইনগুলো কী কী সে'টা বরং জানিয়ে দিই।

"আর একটা খাও না, এই তো। আমার ফাউটা...নাও না। নাও বলছি তো"।

"দাদা! ও ঝাল কম খায়, ওর আলুমাখাতে যতটা ঝাল কম দেবেন ততটা আমারটায় বাড়িয়ে দেবেন। ব্যালান্স রাখতে হবে তো নাকি"।

"আহা, দু'টো বাটি নেওয়ার কী দরকার"।

"হ্যালো? হ্যাঁ। শুনছি। হ্যাঁ হ্যাঁ, আলুকাবলিটা প্যাক করাবো বলেই তো দাঁড়ালাম। কী? ফুচকা খাচ্ছি কিনা? ধুস। তোমায় ছাড়া ফুচকার মুচমুচ নেতিয়ে যায় যে"।

"গন্ধরাজ লেবুটা একটা জব্বর ডাইমেনশন যোগ করে না? ঠিক যেন আমাদের রিলশনশিপে তোমার ঘ্যানঘ্যানানি "।

"আমার উনি আবার ফুচকায় টকজল খান না, স্রেফ শুকনো ফুচকা। বলতে পারেন, উনি ফুচকা-ভিগান"।

No comments: