হাইকোয়ালিটি গুল আদতে সাহিত্য।
যে গুল যুক্তিতে কলুষিত নয়, বরং ফুর্তিরসে টইটম্বুর; সে'টাই আদর্শ।
তা'তে স্কেল বসানো হিসেবকিতেব থাকবে না, থাকবে আড্ডার পেট্রোলে জ্বলন্ত দেশলাই কাঠি ফেলার উস্কানি।
নিখুঁত গুল পাতে পড়া মাত্রই সবাই জানবে সে'টা গুল অথচ উড়িয়ে দিতে পারবে না।
No comments:
Post a Comment