Wednesday, April 9, 2025

বরফ-কুচি ছড়ানো লেবুজল

দুঃখি মানুষের দুঃখ নিয়ে লেখার মধ্যে নিখাদ আন্তরিকতা থাকে। কিন্তু দুঃখি মানুষের লেখায় যখন আনন্দ ফুটে ওঠে; পাঠক তখন টের পান খটখটে পিচগলা গরমের দুপুরে গাছের ছায়া দাঁড়িয়ে ঘাম মুছতে মুছতে এক গেলাস বরফ-কুচি ছড়ানো লেবুজলে চুমুক দেওয়ার মধ্যে কী অপরিসীম তৃপ্তি।

যে মানুষের মধ্যে ব্যথা রয়েছে, হেরে যাওয়া রয়েছে, আড়াল করা চোখের জল আছে, অপরাধবোধ পুড়ে যাওয়া আছে; তাঁর আনন্দে ফিচলেমো মেশার সুযোগ তেমন নেই।
সে আনন্দে তোলপাড় করার তাড়াহুড়ো নেই, দু'দণ্ড জিরিয়ে নেওয়া আছে।
সে আনন্দে ভিড় নেই, সন্ধে নামার ঠিক আগে মাঠের ঘাসের ওপর পাশাপাশি বসে থাকা আছে।
সে আনন্দে বাড়ি ফেরার টিকিট কাটা আছে।
সে আনন্দ লেখা ফুটে উঠলেই শিউলি। দুঃখি মানুষের হাসি উজ্জ্বল হয়ে উঠলেই সাহিত্য।

No comments: